Skip to main content

বাসিফুল, নষ্টফুলের স্তূপ গঙ্গার ধারে জড়ো করে রাখা। ক্ষ্যাপা বলল, বলো তো, কোন ফুল মন্দিরের, আর কোন ফুল বাজারের?

কেউ উত্তর দিল না।

ক্ষ্যাপা গঙ্গার দিকে তাকিয়ে বলল, তুমি কেন, কেউ বলতে পারে না, কোন ফুল দেবতার পা ছুঁয়ে বাসি হল, আর কোন ফুল বিক্রি না হয়ে।

কেউ উত্তর দিল না।  

ক্ষ্যাপা কাঁদল। গঙ্গার দিকে তাকিয়ে বসে নিঃশব্দে কাঁদল।

খানিক বাদে জোয়ার এলো উজিয়ে। সব স্তূপাকার ফুল ভাসিয়ে নিয়ে গেল জলে। ভরাস্রোতে।

ক্ষ্যাপা হাততালি দিয়ে নেচে উঠল, বলল, দেখ দেখ, সব শালা ভেসে গেল... সব সব সব.....

কেউ উত্তর দিল না। শুধু ক্ষ্যাপার হাততালির শব্দ গঙ্গার এ পাড়, ও পাড় প্রতিধ্বনিত হতে হতে হাওয়ায় মিলিয়ে গেল।