সৌরভ ভট্টাচার্য
22 April 2019
বাসি শোক সহ্য হয় না
সত্য শোকের জন্য নেই আত্মীয়েরা?
শৌখিন শোকের আয়ু আর কত বাড়াতে চাও?
এবার বেরিয়ে যাও
দরজা খুলে দিয়েছি, নির্লজ্জ হয়ো না লক্ষ্মীটি
আমাদের নিরবচ্ছিন্ন শান্তির টুকরো ফিরিয়ে দিয়ে যাও
ধারে দিয়েছিলাম যেটুকু মুহূর্তদের
দাও দাও দাও
এবার ফিরে যাও মৃতেরা
আমরা ছন্দে ফিরি
আমরা ছন্দে ফিরি
সত্য শোকের জন্য নেই আত্মীয়েরা?
শৌখিন শোকের আয়ু আর কত বাড়াতে চাও?
এবার বেরিয়ে যাও
দরজা খুলে দিয়েছি, নির্লজ্জ হয়ো না লক্ষ্মীটি
আমাদের নিরবচ্ছিন্ন শান্তির টুকরো ফিরিয়ে দিয়ে যাও
ধারে দিয়েছিলাম যেটুকু মুহূর্তদের
দাও দাও দাও