Skip to main content

ভিড় বাজার

পাঁচমেশালি ফুল, তুলসীপাতা, আর দুব্বো নিয়ে বসে থাকেন যে বৃদ্ধা

    প্রতিদিন সন্ধ্যায়

 

আজ তার সামনে

মাটিতে বিছানো কাপড়ের উপর রাখা

     বাকি ফুল-পাতা-দুব্বোর সঙ্গে

              একগুচ্ছ পলাশও

 

বসন্ত তো এভাবেই আসে

     পাঁচমেশালি সংসারের মধ্যে মিশে

 

             কিছুক্ষণের জন্য

Category