সৌরভ ভট্টাচার্য
26 January 2017
কোনো একটা ঘরে স্থির হয়ে বসতে দিল না
বাসনা
এক ঘরে বসে থাকতে থাকতে দরজায় হাতছানি,
বলল, ওঠো, ও ঘরে যাব এবার
এক ঘরে স্থির হয়ে বসতে দিল না বাসনা
অস্থির বাসনা
মনে হয় সারা পৃথিবী জুড়ে অজস্র ঘর
ঘরের পর ঘর, তার পরেও ঘর, অজস্র ঘর
মাঝে দরজার পর দরজা আর হাতছানিরা
এ ভাবেই ঘুরতে ঘুরতে
কিছু পেয়ে
হারাতে হারাতে
হারিয়ে আবার পেতে পেতে
খুঁজে চলেছি
বাসনার শেষ ঘর
মৃত্যু নয়। নির্বাণ।