সৌরভ ভট্টাচার্য
6 October 2015
মা দূগ্গা, পরেরবার কুমোরটুলিতে আসার সময়, আগে থেকেই বক্ষবন্ধনীটা শ্বশুরবাড়ী থেকে নিয়ে নামিস মা। চিত্রগ্রাহকদের চিত্রের ঠেলায় তোকে যে রুপে দেখতে হচ্ছে... আর তো পারা যায় না মা। আদিরস, ভক্তিরসে মিশে ঘেঁটে একাকার দেখি গো চারদিক। বলি বসন পরাটুকু একটু ধৈর্য ধরলে না গো!
তা হ্যাঁ রে হতচ্ছাড়া মুখপোড়ার দল, বলি মায়ের এ অবস্থা 'বাজার' করতে তোদের বাধে না? একটু সবুর কর না বাবারা, মা বেটিকে ন্যূনতম পোশাকটুকু পরতে তো দে!
প্রাচীনপন্থী, সংরক্ষণশীল, সংকীর্ণমনা - এইসব বলে গাল দিবি তো? তা দে। যা ভাল্লাগে না, তাই বল্লুম। আড়ি তো আড়ি, যা!