Skip to main content
বৃষ্টি

বর্ষা আমার আলতো সোহাগ গায়ে
   বিন্দু বিন্দু চুঁইয়ে চুঁইয়ে ঘিরছে

আমার আলগা বাঁধন
      ওর সিক্ত ঠোঁটের ছোঁয়ায়

        গরল সুখে অতল তলে নামছে


(ছবিঃ শান্তনু ধীবর)