সৌরভ ভট্টাচার্য
21 January 2016
ফুল ঘুম ভেঙে চেয়ে দেখে
তার বুকে বিন্দু বিন্দু জল
সে অবাক হয়ে বললে,
এলে কোথা থেকে?
জল বললে, স্বপ্নে
ছিলাম কালো ঘুমের ঘোরে
তোমার রাঙা বুকের খোলা চিঠি
ডাক পাঠাল মাটির গন্ধ মেখে
(ছবিঃ শান্তনু ধীবর)