সৌরভ ভট্টাচার্য
5 October 2018
বড় রাস্তাটা আরো চওড়া হওয়ার কথা ছিল
তাই অনেক উচ্ছেদ হল, সংস্কার হল
তারপর বড় রাস্তাটা
কি করে, কি করে জানি
অনেকগুলো গলি হয়ে গেল
এখন চলতে ফিরতে প্রশ্ন শুনি
"এই যে শুনছ, তুমি কোন গলির?"
আমি থমকে দাঁড়িয়ে চারপাশটায় চোখ বুলিয়ে
কিছু বলতে গিয়েও চুপ করে যাই
মনে হয়
বড় রাস্তাটা আরো চওড়া হওয়ার কথা ছিল