Skip to main content

আমি ধ্রুবসত্য কি জানিনি
   খুঁজিনিও কোনোদিন

আমার বুকের ভিতর থেকে
মিথ্যাকে স্বীকার করিনি কোনোদিন
    যত রমনীয়, যত মনোহর
    যত আরামের, যত কমনীয়
       সে হোক

অসহ রাত, অসহ বিচ্ছেদ
অসহ বিভীষিকা, অসহ পথ
    হয়েছে সহনীয় অবশেষে

অবহ ভার, অবহ দায়
অবহ সঙ্কল্প, অবহ অপমান
    হয়েছে বহনীয় সব শেষে

ধূপ পুড়েছে, দীপ জ্বলেছে
বুক চিরে আলো এসেছে
   প্রসব যন্ত্রণার মত

কেঁদে বরণ করেছি তাকে
  নিঃস্ব হাতে, নিঃস্ব হয়ে

আমার গর্বের নিঃস্বতা
  ওগো সত্য আমার সেই
  আমার শক্তি, আমার পাথেয়
 আমার মরণ প্রেমী সত্য
    যে মিথ্যাকে মেলায় কুয়াশার মত
        সর্বগ্রাসী প্রেমে
চির অতৃপ্ত, চিরমগ্ন আলিঙ্গনে
        একা

Category