সৌরভ ভট্টাচার্য
2 June 2014
আর পালাব না।
সেই ভাল
বরং আগুনেই পুড়ি।
শেষে কিছু তো থাকবে বাকি।
ছাইগাদা থেকেই না হয় দাঁড়াব আবার, পোড়ার যখন বাকি থাকবে না আর কিছু
চারিদিকে শুধু ছাই আর ছাই।
তারপর ঝড়ে উড়বে সেই ছাই
তাদের সাথে আমিও, সর্বত্র।
উঠব পর্বত শিখরে, পাব ঝরণা।
ঝরণার জলে ভেসে হব নদী -
নদী বেয়ে হব সাগর।
মেঘ হয়ে ঝরব শেষে পথের পাশে
সবুজে মিশে।
কেউ চিনবে না জানি।
আমি চিনব সবাইকে
থেকে নীচে, ধুলার সাথে।
ভালোবাসব নির্মোহে নির্ভয়ে।
মনে ভাবব, পেলাম অমরত্ব
নিজে পুড়ে, কাউকে না পুড়িয়ে।
সেই ভাল
বরং আগুনেই পুড়ি।
শেষে কিছু তো থাকবে বাকি।
ছাইগাদা থেকেই না হয় দাঁড়াব আবার, পোড়ার যখন বাকি থাকবে না আর কিছু
চারিদিকে শুধু ছাই আর ছাই।
তারপর ঝড়ে উড়বে সেই ছাই
তাদের সাথে আমিও, সর্বত্র।
উঠব পর্বত শিখরে, পাব ঝরণা।
ঝরণার জলে ভেসে হব নদী -
নদী বেয়ে হব সাগর।
মেঘ হয়ে ঝরব শেষে পথের পাশে
সবুজে মিশে।
কেউ চিনবে না জানি।
আমি চিনব সবাইকে
থেকে নীচে, ধুলার সাথে।
ভালোবাসব নির্মোহে নির্ভয়ে।
মনে ভাবব, পেলাম অমরত্ব
নিজে পুড়ে, কাউকে না পুড়িয়ে।