Skip to main content

১৯ পাঠ


গোপাল অতি সুবোধ (বা)লোক। সে কাহাকেও ধর্ষণ করে না। যাহার সহিত তাহার বৈবাহিক সম্পর্ক তাহার ইচ্ছার বিরুদ্ধেও যৌন সংসর্গ করে না। যাহা পায় তাই খায়, যাহা পায় তাই পরে। ভাল খাব, ভাল পরিব বলিয়া অফিসে ঘুষ নেয় না। সবার আগে অফিসে যাইয়া নিজের কম্পিউটার খুলিয়া বসে। মন দিয়া কাজ করে। দ্বিপ্রহররের কর্মবিরতির সময় বন্ধুদের সাথে গল্প করে, ফেসবুক করে, ওয়াটস অ্যাপ করে। কোনো মহিলা কর্মচারীর সহিত অসভ্য ব্যবহার করে না। কাউকে কোনো ঘরে আলাদা ডাকিয়া লইয়া নিজের পদের ও অঙ্গের অসদ্ব্যবহার করে না। বাড়ি ফিরিবার কালে কি অফিস যাওয়ার কালে ট্রেনে বাসে নিজের হাত, জিভ ও চোখের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ট্রেনে পর্ণ দেখে না। কাহারও কোনোরূপ উদ্বিগ্নতার কারণ হয় না। বাড়ি ফিরিয়া আসিয়া কিছুক্ষণ টিভি দেখে। স্ত্রী ও ছেলেমেয়েদের সহিত গল্প করে। বন্ধুদের আড্ডায় যায় আবার বেশি দেরি না করিয়াই ফিরিয়া আসে। রাতের খাবার পরিবারের সাথে একসাথে খাইয়া শুইয়া পড়ে।
        গোপালকে সবাই ভালোবাসে। অনেকে বোরিং বলে। সকল (বা)লোকেরই গোপালের মত হওয়া উচিৎ।


২০ পাঠ


গোপাল যেমন সুবোধ রাখাল তেমন নয়। ইহার জন্য বই না পড়িলেও চলিবে। প্রতিদিন খবরের কাগজ পড়িলেই হইবে। আর মধ্যে মধ্যে বাংলা সিরিয়ালগুলো দেখিলেই বুঝিবে কি রসে চিত্ত বিনোদিত হইতেছে।
        তবে রাখালকে কেহ ভালোবাসে না, এমন কথা বলিতে পারি না। মনে ইচ্ছা জাগে বলি, কোনো (বা)লোকেরই রাখালের মত হওয়া উচিৎ নয়। কিন্তু কারেই বা বলি, আর কেই বা শুনে।


(অনুগ্রহ করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কিম্বা বঙ্গসংস্কৃতির অবমাননা করছি মনে করবেন না। নেহাতই মজার জন্য লেখা।)