Skip to main content
 
বাংলা ভাষার গান কি শুধু শিক্ষিত মধ্যবিত্তের? আরেকটু নিচুতে নামলে বাংলা গানের সাথে কি নিজেকে 'রিলেট' করতে পারেন না বাঙালী? নাকি ওই রিদম, ওই ভাষার ঝোঁক বাংলা গানে হয় না। অবশ্য একটু বদলিয়ে মধ্যবিত্ত বাঙালী কথাটাও সরিয়ে দেওয়া যায়। বলা যায় এক ধরনের বাঙালী, মনে যাকে সংস্কৃতি মনস্ক, বা আঁতেল ইত্যাদি বলা যায় তারা ছাড়া সব্বাই হিন্দিগানের আবেগের সাথেই দেখি সহজ। 
        হিন্দি ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। সে ভাষাকে অবজ্ঞা করার দুঃসাহস আমার নেই। কিন্তু কথা হচ্ছে আবেগ আর স্বাচ্ছন্দ্য নিয়ে। আমরা কি আমাদের ভাষায় লঘু আবেগ প্রকাশে অপরাগ? সেই শরৎ বাবুর বাড়ি থেকে আমাদের বাড়ি অবধি এতটা দীর্ঘপথে বাংলা গান কটা শুনলাম? হাতে গুনে বলা যায়। কেন? আমাদের ভাষা শুচিবায়ুগ্রস্ত না অতটা নমনীয় নয়?