Skip to main content
বন্ধুতা

আমার সাথে ভাব করবি মেঘ?
আমি যুগযুগান্ত এখানেই ঠাঁয় দাঁড়িয়ে
সময়ের দাঁড়ি।
তোমায় দেখি খোলা আকাশটার বুকে কেমন রঙ পাল্টিয়ে পাল্টিয়ে খেলো
জানো কতবার ভিজে গেছি তোমার ঢালা জলে
গর্বে বুক ফুলেছে। সবাইকে ডেকে বলেছি দেখ, ওই আকাশের জল আমারও সারা গায়ে!
পরেরদিনই সব জল শুষে নিয়েছে ওই আকাশের সূর্য, আমার যেন অধিকার নেই আকাশের জলে ভিজে থাকার!
মেঘ, ও মেঘ, বন্ধু হবে আমার!
তোমার আসা যাওয়ার পথে একটু দাঁড়িও, একটিবার হেসো আমায় দেখে, দিও একবিন্দু জল
হবে বন্ধু? আমি মাটিতে গোজা বোবা স্তম্ভ, মাথা উঁচিয়ে তোমায় দেখি, এটুকুই আমার স্বর্গ।
হবে বন্ধু আমার!


(ছবিঃ দেবাশিষ বোস)

Category