সৌরভ ভট্টাচার্য
19 October 2014
কেউ বললেন, আমিষ খেওনা
তাতেই পাবে পথ।
কেউ বললেন কামিনী-কাঞ্চন করো ত্যাগ
তাতেই পাবে পথ।
কেউ বললেন অহর্নিশি করো ধ্যান
কেউ বললেন অহর্নিশি করো নাম
এঁরা কেউ ভুল নন,
তবে জেনো এ পথ ওঁদের হেঁটে যাওয়া পথ
তাঁদের জন্য উপযুক্ত হলেও
তোমার জন্য শুধু অনুপযুক্ত না
ক্ষতিকরও হতে পারে।
মুক্তি তো চাই-ই
তবে যার বাঁধন অনুভব করছি তার থেকেই
সে বাঁধন ক্ষুদ্র ধর্মেরই হোক আর ক্ষুদ্র সংসারেরই।