Skip to main content

লতানো গাছটা সারা গা রোদে মাখামাখি হয়ে দাঁড়িয়ে
ভোরের হাওয়ার মৃদু আন্দোলন ওর ক্ষীণ শরীরে
যে আমগাছটার গোড়ায় ওর বাস
সে আমগাছের প্রতিটা পাতার উপর লেগে আছে ভোরের রোদ

গাছের ওই পাতা, লতানো দুর্বল গাছটার সাথে রোদের কি আত্মীয়তা!
রোদকে তারা দূরের বলে পর করেনি
রোদকে তারা বড় জেনে ভয় করেনি
তাদের ক্ষুদ্র আঙিনাতেই তাকে পিঁড়ি পেতে বসার আয়োজন করে দিয়েছে
দূরের সে বৃহৎ, তাদের ক্ষুদ্র আয়োজনে গভীর আলিঙ্গনে নিজেকে বিলিয়ে দিয়েছে

অত কোটি মাইল দূর থেকে আসা রোদের সাথে পাতার যেদিন আত্মীয়তা হল - সেদিন প্রাণ জন্মানোর সূচনা হল পৃথিবীতে।

সেই আলোর বন্দনার কাছে নত হলাম
আলো তো আমার দরজাতেও আসে, মনে হল সে যেন ব্যর্থ না হয় ফিরে গিয়ে আমাকেও ব্যর্থ করে। আমার আঙিনাতেও তাকে আনতে হবে, আয়োজন করতে হবে জাগার, প্রতিদিন একটু একটু করে অন্ধকারের থেকে দূরে সরে গিয়ে।

Category