সৌরভ ভট্টাচার্য
24 June 2016
১
----
শেষ রাতে প্রদীপের বুক পোড়ালো যে আগুন
প্রথম রাতে সে আগুনই ছিল তার প্রেয়সী হয়ে
২
---
ক'টা বন্যার খবর জানো তুমি?
ওরা কারোর উঠোন বাড়ি ভাসায় নি
কারোর ক্ষেতের ফসল নষ্ট করে নি
কোন মানুষ, পশু ভাসায়নি
ওরা শুধু আমায় ভাসিয়েছে
একবার না, বহুবার
শুধু তুমি না, কেউই বুঝতে পারেনি।
৩
----
আগুন যেদিন জলের পাশে এল
আমি সেদিন খাদের ধারেই ছিলাম
ওরা দেখছিল সূর্যাস্তের রঙ
আমি বিষের পাত্র ভরাট করতে দিলাম