Skip to main content

আমার জন্য
   বুকের আঁচল খসিও না
    জুতো খুলে কাদা রাস্তায় নেমো না
       আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না

আমার সন্দেহ হবে নিজেকে,
             তোমায় না

ভুল হল কোথায়?

 ফুলের বুকে যে মকরন্দ -
     তা উৎসর্গ না উৎকোচ?
বলো না!

Category