সৌরভ ভট্টাচার্য
3 March 2019
মইটা এনে বলল, চড়ো
বললাম, কেন?
বলল, বাহ রে! তোমার বাগানের ফুল নিয়ে ছাদে সাজাবে না? লোকে দেখবে যে!
বললাম, ফুলের খবর তো মৌমাছির, প্রজাপতির। লোকের কথা আসছে কেন?
জেদ করে বলল, এই নাও মই, ওঠো না!
মইতে দেখলাম ওঠার পায়ের ছাপ শুধু
নামার পায়ের ছাপ কই?
নামার পায়ের ছাপ কই?
বললাম, যারা উঠেছিল, নামেনি কেউ?
বলল, না, ওরা আকাশে মিলিয়ে গেছে
হাতে কাদার তাল বানিয়ে
ওর মুখে ছুঁড়ে মারলাম, বললাম, যা!! হুস!
ওর মুখে ছুঁড়ে মারলাম, বললাম, যা!! হুস!
মই নিয়ে শুনেছি সে এখন অন্য পাড়ায় ঘুরছে
ছাদে তোলার মানুষ খুঁজছে
একছাদ মানুষের নেতা হবে বলে
ছাদে তোলার মানুষ খুঁজছে
একছাদ মানুষের নেতা হবে বলে