সৌরভ ভট্টাচার্য
29 May 2016
মনে করো যেন মন ব্ল্যাকবোর্ড
তাতে অনেক কিছু লেখা
অনেক হিসাব, অনেক সিদ্ধান্ত
অনেক বকেয়া, অনেক লাভের
অনেক অঙ্ক আঁকা
তাতে অনেক কিছু লেখা
অনেক হিসাব, অনেক সিদ্ধান্ত
অনেক বকেয়া, অনেক লাভের
অনেক অঙ্ক আঁকা
তবু মুছে ফেলো
জানি দামী ওরা, তবু মুছে ফেলো
প্রতি সকালকে ফাঁকা ব্ল্যাকবোর্ড দাও
যা খুশি সে সারাদিন ধরে লিখুক
বাধা দিও না, ফাঁক রয়ে যাবে
সারাদিন শেষে নিস্পৃহ সেই ডাস্টারে মুছে নাও
জানি দামী ওরা, তবু মুছে ফেলো
প্রতি সকালকে ফাঁকা ব্ল্যাকবোর্ড দাও
যা খুশি সে সারাদিন ধরে লিখুক
বাধা দিও না, ফাঁক রয়ে যাবে
সারাদিন শেষে নিস্পৃহ সেই ডাস্টারে মুছে নাও
সারাটা জীবন লেখা আর মোছা
একই তালে যদি হয়
ভয় দেখাবে আর কে রে ভাই
শূন্য থেকে যাত্রা শুরু
শূন্যেই যদি শেষ, জেনো শূন্যর নেই ক্ষয়
একই তালে যদি হয়
ভয় দেখাবে আর কে রে ভাই
শূন্য থেকে যাত্রা শুরু
শূন্যেই যদি শেষ, জেনো শূন্যর নেই ক্ষয়