সৌরভ ভট্টাচার্য
8 August 2022
বাইশে শ্রাবণ মানে
নিভু নিভু মনুষ্যত্বের শিখাকে
আরেকবার দু'হাতে
আগলে রাখতে চেষ্টা করা
সব তাপ সহ্য করেও
বাইশে শ্রাবণ মানে
খাদের ধারে দাঁড়ানো মানুষটার
হাতদুটো চেপে ধরে বলা
ভাই, আরেকবার চেষ্টা করো
সব জ্বালাপোড়া সহ্য করেও
বাইশে শ্রাবণ মানে
ক্ষুদ্র অহমিকাকে
মহাবিশ্বের সামনে রেখে
সুদৃঢ় কণ্ঠে বলা,
তুমি শেষ কথা নও
সব অপমান সহ্য করেও
বাইশে শ্রাবণ মানে
জীবনের তুচ্ছতম ক্ষণকে
পরম যত্নে বলা
তুমিও নিষ্ফল নও
সব আবিলতা উপেক্ষা করেও
বাইশে শ্রাবণ মানে
নিজের একাকীত্বের ঘরে
একটি শিখা জ্বালিয়ে
অপেক্ষা করা, তার,
যার আশ্বাসে
অন্তরে শান্তিনিকেতন ওঠে গড়ে
ভূমাতে আত্মস্থ হয়ে
একটি নমস্কারে