সৌরভ ভট্টাচার্য
9 February 2020
বইমেলা সু -উচ্চে কহে গ্রন্থাগারে,
কি হে বাপু, কি খবর?
হেরি, পাঠকহীন রহিয়াছ
জীর্ণ কলেবরে!
কি হে বাপু, কি খবর?
হেরি, পাঠকহীন রহিয়াছ
জীর্ণ কলেবরে!
গ্রন্থাগার কহে ভাই, কি কহিব আর
তোমাতেই পুস্তকের শুরু ও শেষাচার
মোর নাহি চাকচিক্য, নাহি বিজ্ঞাপন
নিস্তব্ধ গৃহেতে নাহি পাঠকাগমন
নাহি আসে কেহ, মরি অবেহেলে
এত বই ছাপা হয়, ভাবি যাই কোন কূলে?
এত যে গো হইচই তোমায় ঘিরিয়া
কোথা যায় সব তুমি গেলে ফুরাইয়া?
একে একে আমা সবে ভুলিতেছে জনে
দিকে দিকে বন্ধ, ঝুল অশন-বসনে
কেহ বলে ডিজিটালায়নে হইবে সুরাহা
কেহ বলে জিয়াইতে সরকারের ইচ্ছা কাহা?
কিছুই জানি না ভাই, নাহি বুঝি কিছু
অন্তিমকালেতে আসি হইল মাথা নীচু
কি দোষ করেছি আমি, কি যে ললাটলিখন
যাহাতে দিয়েছেন বিধি হেন নির্বাসন
তুমি রহো উজ্জ্বল হয়ে, রহো উৎসবেতে ঘিরি
আমি রহি অস্তাচলে, নামি পাতালের সিঁড়ি
তোমাতেই পুস্তকের শুরু ও শেষাচার
মোর নাহি চাকচিক্য, নাহি বিজ্ঞাপন
নিস্তব্ধ গৃহেতে নাহি পাঠকাগমন
নাহি আসে কেহ, মরি অবেহেলে
এত বই ছাপা হয়, ভাবি যাই কোন কূলে?
এত যে গো হইচই তোমায় ঘিরিয়া
কোথা যায় সব তুমি গেলে ফুরাইয়া?
একে একে আমা সবে ভুলিতেছে জনে
দিকে দিকে বন্ধ, ঝুল অশন-বসনে
কেহ বলে ডিজিটালায়নে হইবে সুরাহা
কেহ বলে জিয়াইতে সরকারের ইচ্ছা কাহা?
কিছুই জানি না ভাই, নাহি বুঝি কিছু
অন্তিমকালেতে আসি হইল মাথা নীচু
কি দোষ করেছি আমি, কি যে ললাটলিখন
যাহাতে দিয়েছেন বিধি হেন নির্বাসন
তুমি রহো উজ্জ্বল হয়ে, রহো উৎসবেতে ঘিরি
আমি রহি অস্তাচলে, নামি পাতালের সিঁড়ি