Skip to main content

কোথায় খুঁজছো খোলা আকাশ?
             কিসের চাইছো বিকল্প?

মুঠো খুলে যদি টানটান হয় আঙুলগুলো
     যদি ভেসে যায়-
           মাথা ভরা সব প্রজল্প

   বুক মেলে পাই খোলা আকাশ
            আমি-ই আমার বিকল্প

Category