সৌরভ ভট্টাচার্য 17 October 2017 কোথায় খুঁজছো খোলা আকাশ? কিসের চাইছো বিকল্প? মুঠো খুলে যদি টানটান হয় আঙুলগুলো যদি ভেসে যায়- মাথা ভরা সব প্রজল্প বুক মেলে পাই খোলা আকাশ আমি-ই আমার বিকল্প Category কবিতা Log in or register to post comments3 views