Skip to main content

একটা ছোট্ট চিন্তার বাসা
     তার বুকে এক টুকরো অনুভব
ঠোঁটে করে প্রতিদিন আনা
           শস্যের দানা
    তার ঠোঁটে দিয়েছি তুলে
         আমার বৈভব
         আমার অনুভব

লেগেছে বিষধর সংশয় সাপের শীতল স্পর্শ
এসেছে ঈর্ষার বাজপাখির ঝাপট অতর্কিতে
দু'হাতে আগলে রেখেছি,
    একটুকরো চিন্তার বুকে
           ক্ষুদ্র শিখা - অনুভব
        আমার একমাত্র বৈভব

আজ শূন্য নীড়
   চিন্তার কোটর ছেড়ে
       ডানা মেলেছে অনুভব
                  অনন্ত আকাশে

চিন্তার মৃত শরীর উড়িয়ে নিয়েছে কালবৈশাখী
 ধ্রুবতারার আলো মধ্য কপালে আমার
  ফিরে আসার পথ সঙ্কেত
   আমার সে অনন্ত অনুভব
    আমার একান্ত বৈভব