ঘন সবুজ পাতাগুলোর ওপর চিকচিক করছে সকালের রোদ
সারা আকাশ নীল নীল আর শুধুই নীল
উড়ে বেড়াচ্ছে কয়েকটা সাদা বক
ডানাগুলো যেন মোৎসার্টের সিম্ফনির মত কোমল
ঘাসের শিশিরে সদ্য জাগা রশ্মির দল ছোঁয়াছুঁয়ি খেলছে
হাল্কা শীতের বাতাস পাড়া বেড়ানোর মেজাজে।
তাদের সবাইকে বললাম, চীৎকার করে বললাম, "তোমরা জানো?"
ওরা আমার মুখের দিকে তাকাল, প্রসন্নতায় ছেদ পড়ল না
বললাম, "পৃথিবীটা খারাপ হয়ে যাচ্ছে, শোনো নি?"
ওরা কেউ মুখভার না করেই বলল,
"আমরা ফুরাই নি।"
আমি ছুটতে ছুটতে গঙ্গার কাছে গেলাম,
ভাবলাম ওকে যদি বলি, ও বলতে পারবে সবাইকে
গঙ্গার ধারে গিয়ে দেখলাম একটা মৃতদেহ,
গঙ্গা বয়ে চলেছে।
পাড়ে বসলাম।
দেখলাম কে পড়ছেন গঙ্গাস্তব ভক্তি বিহ্বল চিত্তে
পুস্পাঞ্জলি দিচ্ছেন বহমান জলে
গঙ্গা সে ফুলও বয়ে নিয়ে চলেছে উদাসীন
আকাশে বাতাসে মাটিতে প্রতিধ্বনি শুনতে পেলাম-
আমরা ফুরাই নি
ফুরাই নি
ফুরাই নি