কলেজের শেষ দুটো ক্লাস করেনি ওরা
পার্কে এসে নির্দিষ্ট বেঞ্চটায় বসল
অভিমান। চুমুগুলো যেন বিফলে গেল।
সব ক'টা বিকেল, সন্ধ্যে যেন ব্যর্থ গেল।
লেকের জলে যে ছায়াদুটো পড়ত
তারা জলের গভীরে মিলিয়ে গেল
ছেলেটা গম্ভীর। হাতে একটা আধপোড়া সিগারেট।
মেয়েটার চোখে জল।
খানিক দূরে ফুচকাওয়ালার দোকান গুটিয়ে ফিরে যাওয়া দেখছে।
মেয়েটার প্রশ্ন, এতই কি ঠুনকো তবে সম্পর্ক!
এত জটিল?
ছেলেটার প্রশ্ন, বিশ্বাস মানে তবে কি?
সূর্য ডুবেছে। পার্ক প্রায় ফাঁকা।
সামনের দিকে ঝুঁকে পড়া একজন বৃদ্ধার হাত ধরে এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে ঢুকলেন পার্কে,
সান্ধ্যভ্রমণে
বৃদ্ধা বললেন, একটু ফাঁকা হল বলো
বৃদ্ধ বললেন, চলো আমাদের বেঞ্চটায় গিয়ে বসি
ছেলেটা মেয়েটার দিকে তাকালো
মেয়েটার চোখ দীঘির তল পেয়েছে যেন
ছায়াগুলো হারায়নি