সৌরভ ভট্টাচার্য
28 March 2016
কারোর কারোর মিথ্যা বলতে
তেমন কোনো কারণ লাগে না
সন্তর্পণে খোঁজে চোরাগোপ্তা গলি
সোজা রাস্তায় হাঁটার অসুবিধা না থাকলেও
কারোর কারোর দু'দিক সামলানো গোঁজামিলে
পুলটিস দিতে দিতে চুল পেকে যায়
কোন্ নৌকায় যে বেশি সুখ অথবা ফুটো
না বুঝে দু'নৌকায় দেয় বেসামাল লোভী পা
কারোর কারোর স্বপ্নগুলো অপুষ্টিতে ভোগে
ফুঁপিয়ে কেঁদে ওঠে সুখের বিছানায় মাঝরাতে।
দুর্বল মেরুদণ্ডে, ঘোলাটে চোখে আকাশে তাকায়
শকুনি বিধাতার খোঁজে
এদের সবার পথে একটাই সুখ -
এরা একা হাঁটে,
সাথে হাঁটার আর কোনো চালাক রাখে না
এদের সবার পথে একটাই দুঃখ -
এরা একা হাঁটে,
সাথে হাঁটার একদিন আর কোনো বোকা থাকে না