সৌরভ ভট্টাচার্য
6 August 2017
ঠিক কি কারণে যেন এসেছিলাম
মনে করতে পারছি না
চেনা গলিগুলোর চোখে ভ্রুকুটি
নাম মনে করতে পারছে না আমার!
মুক্তি? কার মুক্তি?
স্মৃতির গারদে আটকে
জামিন নেই, জামিন হয় না
কয়েক লক্ষ কয়েদি সরিয়ে
কয় পা-ই বা এগোলাম?
কে ঠকালো, কে বদলে গেল - এতো পুরোনো গল্প বন্ধু
নিজের হাতে নিজের-ই হাতের ছোঁয়ায়
অবিশ্বাসীর স্পর্শ
চমকাইনি তবু
নামের পাশে চৌকিদারি
ঠিকানা বদলে রাখলাম