Skip to main content


মন্দিরের গায়ে গায়ে অনেক গর্ত
পায়রা, মাকড়সা, পিঁপড়ের জমায়েত
মানত করা লাল কাপড়, সিঁদুরের খালি ডিব্বা, ভাঙা চিরুনি 
এরকম অনেক কিছু থেকে যায়
ভাঙা, ফেলে দেওয়া, অবহেলার সংসার গড়ে ওঠে অলক্ষ্যে
একদিন কারোর শুচিবায়ু চোখে পড়ে 
অবহেলার সংসার আবর্জনা হয়ে যায় নিমেষেই

পায়রাগুলো সারা আকাশ উড়ে
   আবার কোনো মন্দিরের গর্ত খোঁজে

দেবতা নির্বিকার তাকিয়ে থাকে
   খোসা ছাড়ানো বাদামগুলোর মত

Category