sumanasya
29 November 2022
সোম থেকে শনি
সকাল সাতটায়
কাঁচরাপাড়া আপ প্লাটফর্মে নেমে লক্ষ্মী দেখে
ডাউন প্লাটফর্ম জুড়ে থিকথিক করছে মানুষ
শিয়ালদা যাচ্ছে
সবাই বাঁচতে চাচ্ছে
এটাই বড় কথা
একমাত্র কথা
যে যেভাবে হোক
বাঁচতে চাচ্ছে
লক্ষ্মী অটোর লাইনে দাঁড়িয়ে ভাবে
সবাই তো তার চেনা
এতো চেনার স্রোতে
তার সব গ্লানি, অপমান ধুয়ে যায়
মা কালীকে দেখে হাসে
মাও হাসে তাকে দেখে
লাল টকটকে জিভে
দিনের আলো মেখে
মানুষের একটাই তো পবিত্র ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
এই ভাবতে ভাবতে লক্ষ্মী
রোজ একটা একটাকার কয়েন
প্রণামী বাক্সে ফেলে
মনে মনে বলে
সবাই বাঁচুক মা
তুমিও বাঁচো
সবাইকে নিয়ে
সবাইকে নিয়েই তো তুমি
মা
অটো মিলিয়ে যায় ভিড়ে