Skip to main content

সোম থেকে শনি

সকাল সাতটায়

কাঁচরাপাড়া আপ প্লাটফর্মে নেমে লক্ষ্মী দেখে

 

ডাউন প্লাটফর্ম জুড়ে থিকথিক করছে মানুষ

     শিয়ালদা যাচ্ছে

সবাই বাঁচতে চাচ্ছে

 এটাই বড় কথা

    একমাত্র কথা

যে যেভাবে হোক

    বাঁচতে চাচ্ছে

 

লক্ষ্মী অটোর লাইনে দাঁড়িয়ে ভাবে

       সবাই তো তার চেনা

 এতো চেনার স্রোতে

তার সব গ্লানি, অপমান ধুয়ে যায়

মা কালীকে দেখে হাসে

   মাও হাসে তাকে দেখে

   লাল টকটকে জিভে

      দিনের আলো মেখে

    মানুষের একটাই তো পবিত্র ইচ্ছা

      বেঁচে থাকার ইচ্ছা

 

  এই ভাবতে ভাবতে লক্ষ্মী

    রোজ একটা একটাকার কয়েন

        প্রণামী বাক্সে ফেলে

 

মনে মনে বলে

  সবাই বাঁচুক মা

    তুমিও বাঁচো

      সবাইকে নিয়ে

 

সবাইকে নিয়েই তো তুমি

          মা

অটো মিলিয়ে যায় ভিড়ে

 

Category