Skip to main content
কেন যাব না বলতে পারো?
   ঘরে দেখো জল ভরে রেখে এসেছি
তোমার স্নানের জল, পানের জল, শৌচের জল
   এবারে ছেড়ে দাও আমায়
যদিও বাঁধার শক্তি তোমার নেই 
     কারোরই থাকে না
যে বাঁধা পড়ে সে বাঁধা পড়তে চায় বলেই পড়ে 
     মানুষ বাঁধা পড়তে ভালোবাসে
দুহাত ছড়িয়ে আকুল প্রাণে মিনতি জানায়
    ‘
আমায় বাঁধতে পারো?’

আমায় ছেড়ে দাও
 অনেক সকালকে ফিরিয়ে দিয়েছি
শুধু তোমার উঠতে দেরি হয় বলে
  পর্দা টেনে সকালে এনেছি অকাল সন্ধ্যে
     শুধু তোমায় ভালোবেসে
   তোমার বাঁধনকে ভালোবেসে
দেখো আমার নাম জেনে গেছে সকাল
   জেনে গেছে বাঁধনের ফাঁসে আটকে গেছি আমি

দূরে গেলে, তুমি মনে করবে আমায়
  কষ্ট পাবে আমার জন্য
  এমন দুর্বলতায় ঘর ছাড়ার কথা ভাবে মানুষ
কেন জানো?
  মানুষ বাঁধনকে ভালোবাসে
 তাই কাছের বাঁধন আলগা হলে
  খোঁজে স্মৃতির বাঁধন

  মানুষ বড় দুর্বল গো
 আমি তুমি সবাই। তাই তো এইটুকু চাই,
   তোমার আরেকটু মনোযোগ 
ছিপ ফেলে বসে থাকার মত না
    আবেশে মোদিত শিউলি সুবাসিত বাতাসের মত 
  বাসবে আমায় সেরকম ভালো একদিন?
   তারপর না হয় চলে যাবো
   না চলে যাবো না
    মরেই যাবো।
   কি কাজ অন্য দিনের আমার
     ঝরা শিউলির মত?

Category