Skip to main content
basa

পাখি চারদিক থেকে যা পায়, খড়কুটো, একটা প্লাস্টিকের সুতো, একটা দড়ি... সব জমিয়ে সে আবর্জনার স্তূপ বানায় না, বাসা বানায়। সেখানে সে ডিম পাড়ে। বাচ্চাদের বড় করে। তারপর সব ছেড়ে চলে যায়। 

    সেটাই বলছিলাম, মনের মধ্যে আবর্জনার স্তূপ বানিয়ে লাভ কি? অভিমানের পাহাড় বানিয়েই বা কি লাভ? 

    জীবন যা দেয়, খড়কুটো, সুতো-দড়ি সব জড়ো করে নিজের মত করে নিজেকে গুছিয়ে নিলেই তো হয়! 

    তারপর পড়ে থাকবে শূন্য বাসা। সে বাসায় যেন দীর্ঘশ্বাস না জমে থাকে। সে বাসার সামনে কেউ এলে যেন সে সন্তোষের স্নিগ্ধতা অনুভব করে, ক্ষোভের তাপ না! 

    আর কি পাওয়ার ছিল জীবনে!

 

(ছবি - ইন্টারনেট)