সৌরভ ভট্টাচার্য
2 October 2017
নাবালিকাকে ধর্ষণ করে খুন
মাঝবয়েসী মহিলাকে ধর্ষণ করে খুন
বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে খুন
আমিও আসছিলাম বাপু জন্মজয়ন্তীতে যোগ দিতে,
দাঁড়িয়ে পড়েছিলাম।
তোমারও কোথায় একটা দাঁড়ানোর কথা ছিল না?
মনে পড়ছে না।
তুমি খোঁজো আমায়, আমিও খুঁজছি তোমায়
হাল ছাড়ছি না
দেখা আমাদের হবেই
একটা মানবশিশুকে চুরি করে এনেছি
তোমার কোলে না দিয়ে শান্তি পাচ্ছি না