সৌরভ ভট্টাচার্য
25 September 2015
ঈশ্বরের কাছে ঈশ্বরকে না পেয়ে ফিরেছি অনেকবার
মানুষের মধ্যে পেয়েছি তাঁকে আচমকাই
মুগ্ধ হয়েছি, তৃপ্ত হয়েছি, হয়েছি পবিত্র
আশ্চর্য্য হয়ে বলেছি, এখানে তুমি?
শুনেছি বাণী -
মাটির মধ্যেই থাকে গাঁথা মন্দিরের ভিত
আকাশের শূন্যতায় না!
আমার চরণ এই ধূলিতেই - বিশ্বাসে, প্রেমে
মোহের জড় কল্পনায় না!