Skip to main content


ইচ্ছা করে তোর হাতে হাত রেখে হাঁটি
এখন না, গভীর রাতে
যখন স্ট্রীট লাইটগুলো রাস্তা থেকে চোখ ফিরিয়ে
নিজেদের সাথে কথা বলে, পোকার ঝাঁকের সাথে খেলে, তখন।
যখন সারাটা রাস্তাটা ক্লান্ত শরীরে আড়ামোড়া ভেঙে
হাত পা ছড়িয়ে টান টান হয়ে শোয়, তখন।
আমরাও কোনো কথা বলব না
প্যাঁচার ডাক, ঝিঁঝির ডাকে মেশানো রাত্তিরের সাথে হাঁটব শুধু।
রাস্তার কুকুরগুলো তখন রাস্তার শাহেনশা
আর কিছু মাতাল,
ভয় নেই ওরা আর যা করুক, আড়চোখে দেখবে না।
আয় হাঁটি, পাগল মাতাল আর কিছু রাস্তার কুকুরের পাশ দিয়ে অসঙ্কোচে।

Category