আজ তো আমরা জোম্যাটো, সুইগি ইত্যাদি কত কত নাম শুনছি। কিন্তু একি খুব নতুন? মোটেই না। এই সব কাজ আগে ভূতে সারত। হাতে তালি দিয়ে, "আয় রে আয় হাঁড়ি হাঁড়ি মণ্ডামিঠাই কাঁড়ি কাঁড়ি", এসব সুর করে গাইলেই হত। অ্যাপ্সের কথা ভাবছেন? মানে সে সব ছিল কিনা? মোটেই না। খালি গান গেয়ে, সে সুরে হোক চাই বেসুরে হোক, ভূতের রাজাকে খুশি করলেই হত। আপনাকে তখন আর পায় কে? ভূতের রাজা খুশি হয়ে অ্যাপ্স আর পাসওয়ার্ড দিয়ে দিলেন, এইবার আপনি পেট আর নোলা বুঝে যা কিছু অর্ডার করুন, ধাঁ করে আপনার সামনে এসে হাজির হবে। এ সব তথ্যই অবিশ্যি গুপী আর বাঘার কাছ থেকেই জানা।
আজ সেই ভূতের কাজ মানুষের হল। তবেই বুঝছেন, নতুন কোনো উদ্ভাবন এটা মোটেই নয়। সেদিন যে কাজ ভূতে সারত, এখন গণতন্ত্রের যুগে সেই সুবিধা পাব্লিক করে দেওয়া হল। এই যা পার্থক্য। ভূতগুলো কাজ হারালো। তা বেকার কি শুধু মানুষই হয় গা, ভূতও হয়। তবে সে কিনা অন্যকথা। আজ যেমন কাজ হারিয়ে কত মানুষ ভূত হয়ে যাচ্ছে, সে খবর আর কে রাখে!