Skip to main content

এই তো কদিন আগে, বউকে তার আপত্তি সত্ত্বেও বন্ধু রং মাখিয়েছিল বলে, কি সুন্দর টুক করে গুলি করে খুন করে চলে এলো তার বর। কেউ এট্টুও প্রশংসা করল না মানুষটার।

আরেকটা খবর, বন্ধু তার বন্ধুর শাশুড়ীকে বিয়ে করেছিল বলে বন্ধু মস্করা করত। তা সেও টুক করে খুন করে ফেলল। কেউ এট্টুও প্রশংসা করল না।

অথচ দুটো খবরই এই কদিন আগেই খবরের কাগজে গোটাগোটা অক্ষরে ছেপেছিল। আমি পড়িচি!

কতবার দেকেচি, আমার 'মাল'.. 'বউ' মোটা.. কালো... টেকো.... ব্যস, লেগে যা লেগে যা নারদ নারদ.. এগুলোকে কারা যেন আবার 'বস্তি কালচার' নাম দিয়ে ভদ্র প্রতিবাদের কথা বলে এসেছে অ্যাদ্দিন। মানে পাঠ দিয়ে এসেচে আর কি।

তখনও কেউ এট্টুও প্রশংসা করেনি। বরং বলেছে, অমন করতে হয়? কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়... ইত্যাদি ইত্যাদি।

আপনারা এমন করবেন না। আপনাদের দেখে আমরা পোশাক ঠিক করি, চলনবলন ঠিক করি, ডিনারের টেবিল সাজাই, আতিথিয়েতা থেকে শুরু করে মায় ইন্টিরিয়ার ডেকরেটিং অবধি আপনাদের অনুসরণ করে আমরা করি। আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড, আমরা থার্ড, সে যতই বাইডেন আমাদের উপর অভিমান করুক না কেন ইউক্রেন নিয়ে!

আরে মশায় আমাদের এখানে এ সব আকছার ঘটেছে। পাড়ায় পাড়ায় এই নিয়ে 'ক্যাঁচাল'। কিন্তু আপনি গীতা নিয়ে বাইট দেন, সদগুরুকে বাড়িতে নেমন্ত দিয়ে খাওয়ান... আপনার অমন করলে চলে? উঁহু, আপনি না রোল মডেল। এমনিতেই আমাদের এখানে এই নিয়ে নিত্য মারামারি, খুনোখুনি। মায় দুটো মহাকাব্যই লেখা হয়ে গেল। এ আর নতুন কি দাদা! শুধু আমাদের এখানে করলে লোকে জ্ঞান দেয়, আপনারা করলে উলটো কথা বলে... কি যা তা!