সৌরভ ভট্টাচার্য
28 August 2018
অবশেষে তোমার কান্না তোমাকেই কেঁদে নিতে হবে
অবশেষে তোমার ধর্ম তোমাকেই খুঁজে নিতে হবে
অবশেষে তোমার সাথে তোমার ভিতরে
তোমাকেই ঘর বাঁধতে হবে
যাকেই বসাও না হৃদয় দেউলে
সব মূর্তি যাবে সরে সরে
অবশেষে অসীম সমুদ্রে নিজেকে নিয়ে নিজেই ঝাঁপ দিতে হবে
ঢেউয়ে, ঝড়ে, জলে নাস্তানাবুদ হয়ে
অবেশেষে নিজের ঠিকানায় নিজেই ঠিকই পৌঁছে যাবে