Skip to main content

বিনা অভিযোগে পুড়লাম
   অবহেলায়, স্বেচ্ছায়

সমস্ত ছাই হল
তবু সবটুকু ছাইও যখন তোমার দিকেই উড়তে চাইল, 
      তখন

তখন নিঃস্ব হয়েই বুঝলাম
  আসলে নিঃস্ব হওয়া যায় না,
    ভালোবাসা রিক্ত করে 
      শূন্য করে না
        পূর্ণ করে আত্মদানে

Category