সৌরভ ভট্টাচার্য
2 April 2017
জোয়ারের জলে কোথা থেকে রাশ রাশ কচুরিপানা ভেসে এলো গঙ্গার বুকে
ভাঁটায় ফিরে গেল না ওরা
পাড়ে পাড়ে বেধে থেকে গেল
ফিরে গেল জোয়ারের জল
বকটার পা বেধে যাচ্ছিল বারবার চলতে গিয়ে
পাড়ে ঠেকে থাকা কচুরিপানাতে
বয়স্ক মানুষটা উঠে দাঁড়ালেন, সন্ধ্যে হয়ে আসছে,
ফিরবেন এবার।
চলতে গিয়ে পা আটকায় তো
জোয়ারে আসা অনেক কচুরিপানা
ভাঁটায় ফেরেনি যে!