Skip to main content

একটা দমকা হাওয়া লেগে কটা পুরোনো
দরজা খুলে গেল হঠাৎ
ভিতরে গেলাম। একটা আলপিনও
জায়গা থেকে সরে যায় নি
সরেছি আমি আর সরেছে কিছুটা সময়।