Skip to main content

অনেকদিন পর রোদে এসে দাঁড়ালাম
আমার সারাগায়ে চাপ চাপ ছত্রাক
দেহ ন্যুব্জ, চোখে ঘোলা দৃষ্টি, বুক থেকে
মাথা অবধি আতঙ্কের ধারা।
তবু রোদে এসে দাঁড়ালাম, দু হাত উপরে তুলে
                                            একা।
আমার সারা দেহ থেকে মাংস খুলে খুলে নিয়ে
মাটিতে পড়তে লাগল ছত্রাকের দল।
হাড়ের সাদা রঙে এসে পড়ল আলো
                            সূর্য্যের আলো।
চোখের মণির কোটর থেকে উড়ে গেল কটা
                 কালো চামচিকে আর বাদুড়।
বুকের থেকে মাথা পর্যন্ত্য শুরু হল অসহ্য যন্ত্রণা-
দেখলাম, একজন বড় একটা শাবল দিয়ে খুঁড়ছে
আমার মাথা বুক।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বললাম, কি চাও?
লোভার্ত দৃষ্টিতে সে বলল, পোড়া রক্তের ছাই।

 
আমি তাকে আমার গোটা শরীর দিয়ে
উড়ে গেলাম।

Category