(বড্ড বেশি বাড়ছে আত্মহত্যা। সব আত্মহত্যা ঠেকানো সম্ভব কি না জানি না। তবু বহুলাংশে সম্ভব হয়ত। একটু শুনতে চাওয়া। নিজের সাধ্যমত।)
সমাজ মানে তো সহস্রহাত
হাত বাড়ালে একটা না একটা হাতে ঠেকবেই
সব হাত-ই খারাপ? না গো না,
কয়েকটা হাত তারা
মাত্র কয়েকটা হাতই শুধু
তুমি যত ভাবো, অত বেশি নেই, নেই!
সমাজ মানে তো সহস্রহাত
তোমার হাতের উপর রাখছি হাত
সরিয়ে নিও না
ইনবক্সে এসো। কি হয়েছে বলো।
মরা যখন গ্র্যাণ্টেড আছেই
সে সময়ের সাথে স্বচুক্তিতেই থাক
আগাম ডেকো না
প্রতিদিন যদি নাও পারি,
তবু জেনো উত্তর আমি দেব-ই
হয় তো হবে খানিক কখনও দেরি
অন্য কিছু বলতে না পারি
শুনতে তো পারি।
সবার শেষে এটুকু বলব-
"তবু লড়ে যাও"
জিততে না পারি,
হারের সাথে আড়ি আড়ি আড়ি
বাঁচার জন্য
একটু সাহস,
একটু প্রেম
আর একটু এপাশ ওপাশ মানিয়ে নেওয়া চাই
তবে তার চেয়েও বেশি দরকারি জেনো,
বন্ধুর কাছে
বিনা শর্তেতে সময় হারানো ঠাঁই