Skip to main content
 
      অ্যানিমিয়ার কারণ পড়াচ্ছি। আমার এক ছাত্রীর ভুরু দুটো কুঁচকেই আছে। আমি জিজ্ঞাসা করলাম, কিছু সমস্যা হচ্ছে বুঝতে?
      খুব কনফিউজড হয়ে জিজ্ঞাসা করল, অস্ত্র পাচার করতে গিয়ে অ্যানিমিয়া হয়ে যায়? কেন খোঁচা লাগে বলে?
      আমি ঘাবড়ে গিয়ে বললাম, কোথায় লেখা আছে?
      সে বইটা এগিয়ে দিয়ে বলল, এই দেখুন।
      দেখলাম, "অস্ত্রোপচার"।