সৌরভ ভট্টাচার্য
8 February 2019
ঠাকুরঘর থেকে বেরিয়ে বাড়ির কর্ত্রী কাজের বউকে জিজ্ঞাসা করল, ফ্রিজে কালকের রান্না মাছগুলো আছে, তুমি খাবে না কুকুরকে দিয়ে দেব?
কাজের বউ সঙ্কোচে কি বলবে বুঝে পেল না। তবু ক্ষীণস্বরে আমতা আমতা করে উচ্চারণ করল, "তুমি আমার জন্যেই রেখে দিয়ো তবে।"
কাজের বাড়ির দরজাটা আটকে, আঁচল চাপা টিফিনবক্সে মাছগুলো নিয়ে রাস্তায় নামতেই কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করল। কাজের বউয়ের প্রথমে মনে হল সে চুরি করল ওদের খাবার? তারপরে মনে হল, না, জিতে গেল সে। দারুণ আনন্দ লাগল। যেতে যেতে চন্দনের টিপ পরা, সাদা শাড়ির বিধবা কাজের বাড়ির মালকিনকে মনে মনে বলল, খানকি মাগী...