সৌরভ ভট্টাচার্য
12 March 2018
ফেসবুক জানে ওরা?
মিডিয়া মানে বোঝে?
শপিং মল, মাল্টিপ্লেক্স,
পার্ক, ক্যাফে, নাইটক্লাব?
নাম শুনেছে হয় তো
মিডিয়া মানে বোঝে?
শপিং মল, মাল্টিপ্লেক্স,
পার্ক, ক্যাফে, নাইটক্লাব?
নাম শুনেছে হয় তো
আমরা?
ফুটেজ বুঝি,
ব্রেকিং স্টোরি বুঝি
লাল রঙের স্মৃতি উস্কানো উত্তেজনা বুঝি
ফুটেজ বুঝি,
ব্রেকিং স্টোরি বুঝি
লাল রঙের স্মৃতি উস্কানো উত্তেজনা বুঝি
ক্ষেতের ধুলো
অপুষ্ট শরীরের রক্ত
অচেনা ঘামের গন্ধ
চিনছে উড়ন্ত টাকার শহর
অপুষ্ট শরীরের রক্ত
অচেনা ঘামের গন্ধ
চিনছে উড়ন্ত টাকার শহর
অগভীর, স্বল্পাবেগে অপমান করব না
নীরবে তাকিয়ে আছি
প্রতি মুহূর্তে সময় গুনছি
নীরবে তাকিয়ে আছি
প্রতি মুহূর্তে সময় গুনছি
ফলাফল নয়
যা ঘটছে, আস্থা ফিরে দেখছি
শীততাপ নিয়ন্ত্রিত যাদুঘরের কাঁচে
আঁচড় দেখতে চাইছি
যা ঘটছে, আস্থা ফিরে দেখছি
শীততাপ নিয়ন্ত্রিত যাদুঘরের কাঁচে
আঁচড় দেখতে চাইছি
মৃতের সৎকার জীবিতরাই করে
জীবন মানে তো জাগরণ
- আমিও হাঁটতে চাইছি
জীবন মানে তো জাগরণ
- আমিও হাঁটতে চাইছি