সৌরভ ভট্টাচার্য
14 June 2016
কি সাবলীল বাচনভঙ্গি তোমার
অথচ কি বিষ পরতে পরতে
যেন কতদিনের জমানো অবসাদ
ভুল ভুল ভুল
তুমি নিজের সাথে নিজে লুকোচুরি খেলতে গিয়ে
নিজেকে হারিয়ে ফেলো অন্ধকারে
তারপর ধাক্কা খেয়ে ফেরো এ দেওয়াল, সে দেওয়াল
চীৎকার করে বলো –
শুধু তোমার জন্যে
তোমার জন্যে
তোমার জন্যে
অথচ আমি তোমায় দেখিনি কোনোদিন স্পষ্ট করে
এত অস্পষ্ট অন্ধকার তোমার চারদিকে