Skip to main content

কি সাবলীল বাচনভঙ্গি তোমার
  অথচ কি বিষ পরতে পরতে
যেন কতদিনের জমানো অবসাদ
      ভুল ভুল ভুল

তুমি নিজের সাথে নিজে লুকোচুরি খেলতে গিয়ে
  নিজেকে হারিয়ে ফেলো অন্ধকারে
তারপর ধাক্কা খেয়ে ফেরো এ দেওয়াল, সে দেওয়াল
 চীৎকার করে বলো –
শুধু তোমার জন্যে
    তোমার জন্যে
      তোমার জন্যে

অথচ আমি তোমায় দেখিনি কোনোদিন স্পষ্ট করে
     এত অস্পষ্ট অন্ধকার তোমার চারদিকে

 

Category