সৌরভ ভট্টাচার্য
12 December 2016
মিটে গেছে ভেবেছিলে?
তাই ভাবতাম প্রথম প্রথম
যখন নিজেকে মনে হত – আমি।
অনেকবার অনেকগুলো 'আমি' ভাঙার পর বুঝেছি
আসলে ভিতরে এক অনাদি অকৃত্রিম 'আমি' বলে কিছু নেই
ও সব মিছে কথা,
এক 'আমি' দিয়ে অন্য আমিগুলো আড়াল করার চেষ্টা।
বুঝলাম, আসলে কোনো গোলই মেটে না কোনোদিন
শুধু রূপান্তরিত হয়, কিম্বা স্থানান্তরিত বা সময়ান্তরিত হয়
সেদিন থেকে সব গোল গেছে মিটে