Skip to main content

এই প্রথম শান্তিনিকেতনের কোনো উৎসবে থাকার সুযোগ ঘটল, বা সৌভাগ্য হল বলা যায়। বৃক্ষরোপণ উৎসব। সার দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা 'মরু বিজয়ের কেতন উড়াও' গানের সাথে সাথে নাচের মাঝে বৃক্ষকে মহাসমারোহে আহ্বান করে নিয়ে আসল। 

না, আমি কোনো উৎসবের বর্ণনা দেব বলে লিখছিনা। উৎসব অনেক দেখেছি। অংশ নিয়েছি, হই হুল্লোড় করেছি। 

এই প্রথম মনে হয় উপলব্ধি করলাম উৎসব কাকে বলে। যখন একজন মানুষ সবার মধ্যে নিজেকে, নিজের মনুষত্বকে বিশেষ করে অনুভব করে - সেই বোধহয় আসল উৎসব। তখন সবার সাথে, বৃহতের সাথে সে এক অনির্বচনীয় আনন্দে নিজের যোগসূত্র খুঁজে পায়। তার কেজো পরিচয়ের বাইরেও যে তার আর এক নিবিড় পরিচয় আছে, তা সে নিজের মধ্যে সবাইকে অনুভব করে, আবার সবার মধ্যে নিজের মুক্তিতে - বিশেষ করে অনুভব করে। তবেই তা সার্থক উৎসব। না তো শুধুই আমোদ, শুধুই উত্তেজনা, পরিপূর্ণতা নেই।