sumanasya
12 February 2025
অনেক কিছু করার ক্ষমতা আছে। যেমন একটা ফুলগাছকে এক টানে মাটি থেকে উপড়ে ফেলার। একটা পিঁপড়েকে অকারণেই পায়ে পিষে ফেলার। এক বালতি পরিষ্কার জলে এক খাবলা ময়লা মাটি ফেলার। এরকম অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু অধিকার নেই। কেন নেই, কেউ জানে না। নেই, তাই নেই। আর নেই বলেই অনেক কিছু আছে। শূন্য থেকে এক কী করে জন্মায় কেউ জানে না। কিন্তু সেই এক আছে বলেই দুই আছে। আর দুই আছে বলেই তিন। এভাবেই শূন্যকে ঘিরে অসীম আছে। অসীমকে ঘিরে অসীম। কিন্তু কেউ জানে না, শূন্য থেকে এক জন্মায় কী করে।