সৌরভ ভট্টাচার্য
16 April 2018
আসিফা,
আমি কোনোদিন জম্মু কাশ্মীর আসব না বেড়াতে
আমি কোনোদিন কাশ্মীরের ছবি দেখে বলব না - আহা, কি সুন্দর!
আমি কোনোদিন কোনো বাচ্চাকে বলব না, ভগবানকে প্রণাম করো
আমি কোনোদিন কোনো বাচ্চার চোখের দিকে তাকিয়ে বলব না, জুজুবুড়ি আসছে ধরতে
আমি কোনোদিন কোনো বাচ্চাকে একা খেলতে দেখলে শান্তিতে ঘরে ফিরতে পারব না
আমি কোনোদিন জম্মু কাশ্মীর আসব না বেড়াতে
আমি কোনোদিন কাশ্মীরের ছবি দেখে বলব না - আহা, কি সুন্দর!
আমি কোনোদিন কোনো বাচ্চাকে বলব না, ভগবানকে প্রণাম করো
আমি কোনোদিন কোনো বাচ্চার চোখের দিকে তাকিয়ে বলব না, জুজুবুড়ি আসছে ধরতে
আমি কোনোদিন কোনো বাচ্চাকে একা খেলতে দেখলে শান্তিতে ঘরে ফিরতে পারব না
আসিফা,
আমার শোক, দুঃখ, হতাশা - কিছুই নেই আজ
আমি পাগলের মত সব দেবালয়গুলো খুঁজতে চাইছি
জানতাম না আগে
দেবালয়েই অসুরেরা নিরাপদে থাকে
আমার শোক, দুঃখ, হতাশা - কিছুই নেই আজ
আমি পাগলের মত সব দেবালয়গুলো খুঁজতে চাইছি
জানতাম না আগে
দেবালয়েই অসুরেরা নিরাপদে থাকে
আসিফা,
আমি হাঁটুগেড়ে মাথা নীচু করে বসে আছি
যেদিন একা খেলতে আসবি বলিস
আমি পাহারা দেওয়ার জন্য জেগে আছি
আমি হাঁটুগেড়ে মাথা নীচু করে বসে আছি
যেদিন একা খেলতে আসবি বলিস
আমি পাহারা দেওয়ার জন্য জেগে আছি